Major Dalim: What I saw, what I understood, what I did


  1. Corruption and Mismanagement in Universities:
    • The document criticizes the entry of corruption into the sanctity of universities during the rule of the Awami League. It mentions that some student leaders were subdued but this led to a backlash from students across party lines.
    • Excerpt: “এতিহ্যের অবমাননা করে তাদের গৌরবজ্জুল ইতিহাসে বিশ্বাসঘাতকতার এক কলধকিত অধ্যায়ের সূত্রপাত ঘটিয়েছিল।” (Page 39)
  2. Public Outrage Against Ayub Khan:
    • The document discusses the public’s anger towards President Ayub Khan due to conspiratorial actions against the Bengali people, which led to widespread protests.
    • Excerpt: “ফলে সারা বাংলার মানুষ আইয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ল।” (Page 47)
  3. Economic Disparities and Criticism of Policies:
    • It highlights the economic disparities and the failure of the government to address the needs of the Bengali people, leading to a belief that the existing capitalist structure was inadequate.
    • Excerpt: “বেশিরভাগ রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ মনে করেন প্রচলিত ধনতান্ত্রিক অবকাঠামোতে অর্থনৈতিক উন্নতি আর সম্ভব নয়।” (Page 85)
  4. Criticism of the One-Party System:
    • The document criticizes the one-party system established by the Awami League, which suppressed dissent and political opposition.
    • Excerpt: “আওয়ামী লীগের শাসনামল ছিল বর্বরতার নজীরে পূর্ণ।” (Page 477)
  5. Suppression of Media and Freedom of Speech:
    • It mentions the suppression of media and the curtailing of freedom of speech, with various journalists and publications facing government backlash.
    • Excerpt: “সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকারসহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল।” (Page 477)
  6. Military’s Role and Criticism of Leadership:
    • The document discusses the military’s involvement in politics and the criticism of military leaders for their actions during the political turmoil.
    • Excerpt: “আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা! ছিল। কিন্তু পুরে। সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কিনা তাতে সন্দেহ আছে।” (Page 447)
  7. Political Repression and Arrests:
    • It details the political repression faced by opposition parties and the arbitrary arrests of political activists.
    • Excerpt: “রাজনৈতিক কমীদের উপর অস্বাভাবিক নির্যাতন ও তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টির কাহিনী বিভিন্ন সংবাদপত্রে এমনকি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমে ফাস হয়ে গেছে।” (Page 335)
  8. Criticism of the Awami League’s Governance:
    • The document criticizes the governance of the Awami League, particularly regarding its failure to uphold democratic principles and the rule of law.
    • Excerpt: “এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে।” (Page 291)
  9. Failure to Address National Issues:
    • It points out the failure of the Awami League to address national issues and the discontent among the populace due to unfulfilled promises.
    • Excerpt: “জাতি হিসেবে আজ স্বাধীনতার দুই দশক পরেও কেন আমরা কোন ক্ষেত্রেই আশানুযায়ী ফল লাভে ব্যর্থ হলাম সেটা ও বুঝতে পারব না।” (Page 289)